কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে ৬৫ বছরের কৃষক সচীন ওঝার মৃত্যু। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু – এলাকায় শোকের ছায়া

- আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে সচীন ওঝা বাড়ির আশেপাশের কলাবাগান ও ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। এ সময় অজ্ঞাতসারে ভিমরুলের চাক ভেঙে যায়। হঠাৎই ভিমরুলের দল তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসকরা জানান, শরীরজুড়ে ভিমরুলের দংশনে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে এবং মারাত্মক অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসক ডা. আবীর আহমেদ জামান বলেন, “বয়সজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ভিমরুলের বিষ শরীরে ছড়িয়ে যায়। সকালের আক্রমণের পর দীর্ঘ সময় ধরে বিষক্রিয়া বেড়ে গিয়ে বিকেলে মৃত্যু ঘটে।”
এ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সচীন ওঝার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।