হরিরামপুরে বিক্ষোভে অংশ নিলেন শত শত নেতাকর্মী, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি
হরিরামপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ: জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ

- আপডেট সময় : ১০:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ লোকমান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সেকেন্দার আবু জাফর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফ খান এবং সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা রমজান আলী।
বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতির মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে তারা সরকারের কাছে দাবি জানান, ফ্যাসিস্টদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।