কান্ঠাপাড়া বাজারে অবৈধ দোকান উচ্ছেদ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সরকারি বরাদ্দে সেড নির্মাণ কার্যক্রম বন্ধ।
হরিরামপুর কান্ঠাপাড়া বাজারে অবৈধ স্থাপনায় বাধা: মাছ বিক্রির সেড নির্মাণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা

- আপডেট সময় : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তম কান্ঠাপাড়া বাজার বর্তমানে অবৈধ স্থাপনার কারণে চরম সমস্যায় পড়েছে। দীর্ঘদিন ধরে বাজারের মাঝখানে কয়েকটি দোকান দখল করে রাখায় সরকারি বাজেটে বরাদ্দ পাওয়া মাছ বিক্রির সেড নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।
বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার ঊর্ধ্বতন দপ্তর থেকে অবৈধ স্থাপনা অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হলেও এখনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছেন।
সরে জমিনে দেখা গেছে, আওলাদের চায়ের দোকান, মালেক মেম্বারের ঘর, ঘড়ির মেকার রাশেদুল ইসলামের দোকানসহ আরও কয়েকটি দোকান বাজারের মাঝখানে অবৈধভাবে স্থাপিত রয়েছে। স্থানীয় ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা জানান, মাছ বিক্রির সেড নির্মাণ হলে স্বাস্থ্যকর পরিবেশ, ক্রেতাদের জন্য ছায়া এবং ব্যবসায়ীদের জন্য নানাবিধ সুবিধা মিলবে।
চা দোকানদার রিপন জানান, “সরকার চাইলে আমি দোকান সরিয়ে নেবো। তবে আমি বহু বছর ধরে অসহায়ভাবে দোকান করে আসছি, বিকল্প ব্যবস্থা করে দিলে আমার কোনো আপত্তি থাকবে না।”
বাজার কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, “সরকারি বিধিমালা ছাড়া আমাদের কিছু করার সুযোগ নেই। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি এবং সহকারী কমিশনার (ভূমি) অবৈধ স্থাপনা চিহ্নিত করেছেন।”
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন (মেম্বার) বলেন, “অবৈধ স্থাপনা সরাতে একাধিকবার নির্দেশ এলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।”
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার ফাহিজা বিসরাত হোসেন জানান, বিষয়টি অবগত আছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।