দীর্ঘ ৫ মাস ধরে পানিবদ্ধ দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা বন্ধ হয়ে শিক্ষার্থীরা বিপদগামী
হরিরামপুরে পানি নিষ্কাশনের অভাবে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অচল, শিক্ষার্থীরা খেলাধুলা বিমুখ

- আপডেট সময় : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দীর্ঘ ৫ মাস ধরে পানিবদ্ধ অবস্থায় পড়ে আছে। মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়ছে। এর ফলে শিক্ষার্থীরা ক্রমেই বাজে আড্ডায় জড়িয়ে পড়ছে এবং তরুণ প্রজন্ম খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরাসরি মাঠ পরিদর্শনে দেখা যায়, বিশাল বিস্তৃত এ খেলার মাঠে দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে মাঠ ব্যবহার অনুপোযোগী হয়ে আছে। স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ৫-৭ গ্রামের তরুণরা বিকালে এখানে খেলতে আসত। কিন্তু মাঠে পানিবদ্ধতার কারণে এখন খেলাধুলা বন্ধ হয়ে গেছে।
সাবেক শিক্ষার্থী সোহেল রানা বলেন, “পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশরফ শিকদার জানান, “বিদ্যালয়ের মাঠে পানি জমে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন মৃধা বলেন, “আমি উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করেছি। আবারও জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও কোহিনূর আক্তার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বলেন, মাঠ দ্রুত সংস্কার না করলে শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।