চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ভাঙলো
চন্দনাইশে সেনা অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক।

- আপডেট সময় : ০৮:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমতলি এলাকার গভীর পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ সন্ত্রাসীরা এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। কৃষক ও বাগান মালিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং অপহরণই ছিল তাদের প্রধান কর্মকাণ্ড। প্রায় দুই সপ্তাহ আগে তারা পাহাড়ি এলাকায় আস্তানা গাড়ে এবং নতুন হামলার পরিকল্পনা নেয়।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার আরেফ আসমার জয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় সেনা সদস্যরা সফলভাবে সন্ত্রাসীদের আটক করে।
আটককৃতরা হলেন—
মং চালু (৩৮)
মনুচিং মারমা (৪০)
লুকু-মং (৩৬)
মারমা (৩০)
চাইসাও (৪০)
চাচিংপু মারমা (৩৮)
তারা সবাই বান্দরবানের ঢলুপাড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
একটি একনলা বন্দুক, দেশীয় অস্ত্র ৩টি, একটি চাকু, ১২ প্যাকেট বারুদ, ৩টি গুলতি ও ৩০টি সিসার গুলি।
আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি গোলাম সরোওয়ার জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।