আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ
গাবতলী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আমন্ত্রণপত্র প্রদান, সৌহার্দ্যের বার্তা

- আপডেট সময় : ১১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে গাবতলী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলামকে আমন্ত্রণপত্র প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়সহ অন্যান্য সদস্যরা। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম এবং বিএনপি নেতা আব্দুল হালিমসহ আরও অনেকে এ অনুষ্ঠানে যোগ দেন।
স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে এই উদ্যোগকে আন্তঃসম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আসন্ন দুর্গাপূজাকে আরও অর্থবহ করে তুলবে।