বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা কর্মসূচি পরিচালনা করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হরিরামপুর উপজেলার মূল ফটকসহ বিভিন্ন হাট-বাজার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।
৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন প্রজন্মের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সারাদেশের মতো হরিরামপুরেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা সর্বাত্মক প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্য নিয়ে কাজ করছি।
কর্মসূচির শেষাংশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com