চট্টগ্রামের কর্ণফুলীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত অভিযানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) ভোরে কর্ণফুলীর শিকলবাহা তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে দুদক কর্মকর্তারা ২২ বস্তা ও ৫৮২ নথি জব্দ করেন। এসব নথিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার অর্জিত বিপুল সম্পদের তথ্য রয়েছে।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গোপন ভাণ্ডারের খোঁজ
স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদসংলগ্ন তালুকদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানকার মো. ওসমানের ঘর থেকে নথিগুলো জব্দ করে দুদক। উল্লেখ্য, ওসমানের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াছ মদন দীর্ঘদিন ধরে জাবেদের স্ত্রী রুখমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জবানবন্দি থেকে সূত্র
সম্প্রতি গ্রেপ্তার হওয়া আরামিট গ্রুপের দুই এজিএম—আব্দুল আজিজ ও উৎপল পালের জবানবন্দির ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। তারা জানান, জাবেদের বিদেশি সম্পদের গোপন নথি এই বাড়িতে সংরক্ষণ করা হয়েছিল।
দুদকের দাবি, সাবেক ব্যক্তিগত কর্মকর্তা উৎপল পাল বিদেশে সম্পদ কেনাবেচা ও অর্থপাচারের মূল হোতা। অন্যদিকে, আব্দুল আজিজ জাবেদের সম্পদ কেনা-বেচা ও রক্ষণাবেক্ষণে যুক্ত ছিলেন।
অর্থপাচারের কৌশল
তদন্তে জানা যায়, ২০১৯–২০ সালে ভূমিমন্ত্রী থাকাকালে জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিটের কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়।
মামলা ও অভিযোগ
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন ও ঘনিষ্ঠ সহযোগীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিদেশে পালিয়ে যাওয়া
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯–২৩ পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন। বিপুল বিদেশি সম্পদ অর্জনের অভিযোগে তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে মন্ত্রিসভায় জায়গা হারান। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে পালিয়ে যান। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর আগে জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com