শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়। সভায় অংশ নেন উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সভারের সভাপতিত্ব করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন এসআই এমদাদুল।
সভায় বক্তারা জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সহযোগিতা থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।
হরিরামপুর থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন— “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও তৎপর থাকবে। পূজামণ্ডপে কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া হবে না এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com