নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
হরিরামপুর থানা প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হরিরামপুরে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।
- আপডেট সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়। সভায় অংশ নেন উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সভারের সভাপতিত্ব করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন এসআই এমদাদুল।
সভায় উপস্থিত ছিলেন
- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা
- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ শিকদার
- হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ
- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ লোকমান হোসেন
- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র বিল্টু
- উপজেলা হিন্দু মহাজোট সভাপতি লিটন হালদার
- হরিরামপুর থানার তদন্ত ওসি শাহ্ জাহান খানসহ আরও অনেকে।
সভায় বক্তারা জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সহযোগিতা থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।
হরিরামপুর থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন— “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও তৎপর থাকবে। পূজামণ্ডপে কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া হবে না এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।”