গুলশানে শাহ আলম–রাজুর অবৈধ স্পা বাণিজ্য, পুলিশ নীরব ভূমিকায়
রাজধানীর অভিজাত এলাকায় স্পা সেন্টারের আড়ালে দেহ ও মাদক ব্যবসা!

- আপডেট সময় : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান এখন অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও রাজু হোসেন নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গুলশান থানার রবি টাওয়ারের পাশের একটি বহুতল ভবনের লিফটের পাশে অবৈধ স্পা সেন্টার পরিচালনা করছে।
অভিযোগ রয়েছে, এই স্পা সেন্টারের আড়ালে চলছে নারী ব্যবসা, দেহ ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম। প্রতিদিন সেখানে অল্পবয়সী মেয়েদের আনা হয় এবং প্রভাবশালী মহলের লোকজন নিয়মিত যাতায়াত করে।
স্থানীয়দের দাবি, গুলশান থানা পুলিশের কিছু অসাধু সদস্য নিয়মিত মাসোহারা নিচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে অবৈধ স্পা বাণিজ্য প্রকাশ্য রূপ নিয়েছে এবং রাজধানীর অভিজাত এলাকাতেও অপরাধ, অনৈতিক কার্যকলাপ ও দুর্নীতি গভীরভাবে প্রোথিত হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এই ধরনের অবৈধ স্পা সেন্টার সমাজে নৈতিক অবক্ষয় বাড়ানোর পাশাপাশি মানুষের আইনের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। তাই স্থানীয়রা দ্রুত এ ধরনের অবৈধ কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছে।