মোহাম্মদ হাসনাত ওয়াহিদ(চট্টগ্রাম)স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী পিয়ন মাইনুদ্দীনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ফাঁদ পেতে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের প্লাস্টিক ওয়াস্ট অ্যান্ড স্ক্র্যাপ আমদানি করেন। পণ্য ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন তাকে হয়রানি করে এবং নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণ বিলম্বিত করা হবে বা নিলামে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী দুদকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আলামতসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com