গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানে পারকোনা-রাধাগঞ্জ খাল থেকে ১১টি ভেসাল জাল ও ৪টি বাঁশের গড়া অপসারণ করা হয়েছে।
কোটালীপাড়ায় খাল থেকে ১১টি ভেসাল জাল ও বাঁশের গড়া অপসারণ

- আপডেট সময় : ০৩:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

শেখ কামরুজ্জামান ( রানা) টালীপাড়া (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে খাল থেকে ১১টি ভেসাল জাল ও ৪টি বাঁশের গড়া অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পারকোনা-রাধাগঞ্জ খালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুম বিল্লাহ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় ২ কিলোমিটারজুড়ে ভেসাল জাল ও বাঁশের গড়া বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিল কিছু জেলে। ফলে খালে দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, ভেসাল জাল ও বাঁশের গড়া মূলত খাল ও বিলে দেশীয় মাছ ধ্বংসের বড় মাধ্যম। এসব জালে একসাথে প্রচুর মাছ ধরা পড়ে, ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুম বিল্লাহ জানান, দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাল দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।