ঝিটকা বাজার থেকে হরিরামপুর মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির মধ্যে; স্থানীয়রা ক্ষোভ প্রকাশ
হরিরামপুর ঝিটকা বাজারে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কার্যকর পদক্ষেপ

- আপডেট সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন হরিরামপুর মোড় হতে বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তির চরম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। শুকনো মৌসুমেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয়রা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। গাড়িচালকরা জানিয়েছেন, কাদা ও গর্তের কারণে দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি শোনার পরও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঝিটকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেন্টু বলেন,
“আমরা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি।”
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস জানান,
“দ্রুত বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো।”
এদিকে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন সাংবাদিকদের বলেন,
“বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না, তবে এখনই খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
এলাকাবাসীর একটাই দাবি—দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।