বাগেরহাটে হামিম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ব্যাংকার নিহত

0
34
বাগেরহাটে হামিম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ব্যাংকার নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে হামীম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হোসেন শেখ কাজল (২৮) নামে এক ব্যাংকার নিহত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট – পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজল কলাবারিয়া বিষ্ণুপুর এলাকার সত্তার শেখের ছেলে।

বাগেরহাটে হামিম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ব্যাংকার নিহত

কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসিন হোসেন তথ্য অনুষ্ঠিত করেছেন। স্থানীয়রা জানাই, সকালে কাজলের কর্মস্থল পিরোজপুর জেলার ইসলামি ব্যাংকে যাওয়ার পথে দ্রুতগামী হামিম পরিবহন মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে কাজল নিহত হয়।

কচুয়া থানার ওসি মোঃ মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here