বাকেরগঞ্জ ও পটুয়াখালীতে রুহুল ও রতনার জাপার মনোনয়ন ফরম সংগ্রহ

0
820

দানিসুর রহমান লিমন।।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা এবং পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) সংসদীয় আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১২ টার সময় তারা দলীয় নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় উপজেলা জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের সঙ্গে ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ও পটুয়াখালী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তারা স্বামী-স্ত্রী এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এজন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here