কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হচ্ছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। এ উপলক্ষে রবিবার রাতে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধ স্মরনে এক হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে রাখাইন মাঠে শতাধিক রং বেরংয়ের ফানুস উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।

এসময় আতশবাজি ও নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে রাখনাইন যুবক যুুবতীরা। এর আগে সকালে পঞ্চশীল,অষ্টশীল প্রার্থনা করা হয়। এছাড়া দিনভর মন্দিরে মন্দিরে ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। আজ সোমবারও বিহারগুলোতে এ উৎসব চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে কলাপাড়া উপজেলার কুয়াকাটা কেরানীপাড়া, গোড়া আমখোলা পাড়া, মিশ্রিপাড়া, কালাচাঁদপাড়া, নয়াপাড়া, তুলাতলীপাড়া সহ ১০টি বৈদ্ধপাড়া একযোগে দিনটি উদযাপন উপলক্ষে নান ধরনের কর্মসূচি পালন করছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

মিশ্রিপাড়ার মন্দিরের পুরোহিত গৌতম ভিক্ষু আজকের পত্রিকাকে জানান, বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাব্রত থাকার পরে তিন মাসের যে পূর্ণিমাতে শেষ হয় সেটাই প্রবারনা পূর্ণিমা।প্রবা রনা অর্থ হলো আহোবান করা। অর্থাৎ যদি আমার কোন ভুল ত্রুটি, অপরাধ, পাপ, অকুশল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়ে দিন বলে একে অপরকে আহবান করা হয়।
