বাকেরগঞ্জের সাংবাদিক হাবিবের উপর হামলাকারী  শফিকুল ইসলাম রিপন শ্রী ঘরে 

0
95

বাকেরগঞ্জ প্রতিনিধি , সম্প্রতিঃ বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের, কুখ্যাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্য, ডিগ্রীবাজ, মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম রিপন কোর্টে হাজিরা দিতেগেলে মামলার বাদী পক্ষের বিজ্ঞ কৌশালী এডভোকেট ফাইজুর রহমান রুবেল শুনানি করেন, শুনানি শেষে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , মাহফুজুর রহমান তাতে হাজতে প্রেরণ করেন, বাকি আসামিদের জামিন দিলেও মামলা চলমান রয়েছে, মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রিপন ,ও আশরাফ মৃধা কে গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল ফজলুল হক এভিনিউর সামনে থেকে ,গ্রেফতার করা হয় , পরবর্তীতে ওই মামলায় রিপন এবং আশরাফ সহ বাকি আসামিরা জামিন নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং সাংবাদিকে প্রাণনাশের হুমকি দেয় , উল্লেখ্য ৫/৪/২০২৩ গত বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে, চর আউলিয়াপুর ও চর রঙ্গ শ্রী সাকিনের, ভেড়ি বাদে কাঁচা রাস্তার উপরে সাংবাদিক হাবিবের মোটরসাইকেল পতরুদ্ধ করে, এবং সাংবাদিক মুরাদকে প্রথমে ঘুষি মারে, দুই নং বিবাদী আশরাফ আলী মৃরধা, বাগানে লুকিয়ে থেকে রিপনকে, ধারালো দা আগাইয়া দিলে ১নং বিবাদী শফকুলইসলাম রিপন খুন করার উদ্দেশ্যে হাবিবের মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে হাবিব রক্তাক্ত জখম হই, ঘটনাস্থলে মাটিতে পড়ে গেলে, হাবিবের পরিহিত প্যান্টের বাম পকেটে, থাকা ৩৩ হাজার টাকা ৩ নং বিবাদী শুভ মৃধা, এবং ডান পকেট থেকে ৪ নং বিবাদী রাজু মৃধা ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

, বাকেরগঞ্জ উপজেলার চর বঙ্গশ্রী ভেরিবাঁধে গত বুধবার ৫ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটায় চর আউলিয়াপুরের মৃত জহিরুল ইসলাম মোহনের পূত্র সন্ত্রাসী শফিকুল ইসলাম রিপন, আশরাফ মৃধা ও তার ছেলে শুভ, রাজু মৃধা, মারুফ মৃধা, মৃত ফখরুদ্দিনের ছেলে ফোরকান, মোহাম্মদ খন্দকারের ছেলে হারুন খন্দকার সহ ৬/৭ জন ওৎ পেতে থেকে সাংবাদিক হাবিবুর এর উপর হামলা চালায়, সন্ত্রাসী ভূমিদস্যু রিপন গত বছর বৈশাখ মাসে সাংবাদিক হাবিবের শশুরের কাছে কটকওলা হিসেবে জমি লাগানো হয়। ওই জমি বাবদ রিপনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। রিপন টাকা নেওয়ার পরে স্ট্যাম্পে লিখিত স্বাক্ষর না দিয়ে তাল বাহানা শুরু করে। পরে উক্ত ২ লাখ ৫০ হাজার টাকা চাইতে গেলে টাকা দিব দিচ্ছি দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন। যা নিয়ে একাধিকবার তাদের মধ্যে বাকবিতন্ডার সৃস্টিও হয়েছে। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক গত বুধবার ৫ এপ্রিল চর রঙ্গশ্রী ভেরিবাধের উপরে বসে পার্শ্ববর্তী বাগানে ওৎ পেতে শফিকুল ইসলাম রিপন আশরাফ মৃধা সহ ৬ থেকে ৭ জন সন্ত্রাসী দের বিরুদ্ধে
বাদী হয় ,সাংবাদিক হাবিব, মামলা দায়ের করেন , ওই মামলার ঘটনা সত্যতা পেয়ে , তদন্তকারী কর্মকর্তা বাঁকেরগঞ্জ থানার এসআই জিহান , আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করলে গত রবিবার ১/১০/ ২০২৩ এক নাম্বার আসামি শফিকুল ইসলাম রিপনকে জেল হাজতে প্রেরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here