প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি বাকেরগঞ্জ উপজেলা শাখা

0
1332

বরিশালের বাকেরগঞ্জে সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাকেরগঞ্জ উপজেলা শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ৭৭ টি বৃক্ষ রোপণ করেন।

শনিবার উপজেলার সাহেবগঞ্জস্থ নিজস্ব কার্যালয়ের পাশে ৭৭ টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো শহিদুল ইসলাম।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ মোশাররফ হোসেন, মো শহিদুল ইসলাম, মো রাসেল হায়দার খান,মো নুরুজ্জামান, মো নিজামুল হক,মো মাহাবুব তালুকদার, মো ফাইজুল হক পিকু,মো কবির হোসেন মোঃ মাসুদ রানা,মো হান্নানুর রহমান সাংবাদিক ও সুশীল নেতৃবৃন্দ।

বৃক্ষ রোপন শেষে বক্তারা শিক্ষাখাতে সরকারের নানমুখী উন্নয়ন এর প্রসংশা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভিন্নধর্মী এমন আযোজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিকে অনেকেই প্রসংশা করেছেন। নেতৃবৃন্দ মনে করেন প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ৭৭টি বৃক্ষ রোপন দেশের মানুষকে গাছ লাগাতে উৎসাহীত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here