শাহিন আলম,ভৈরব প্রতিনিধি// কিশোরগঞ্জের ভৈরবে শিমূলকান্দি ইউনিয়নে অবস্থিত কোদালকাটি খাল-খননের নামে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সাধারণ কৃষকদের কৃষি জমি রক্ষার্থে গ্রাম বাসির মানববন্ধন।
সাধারণ কৃষকদের দাবি ঠিকাদার সেলিম মিয়া কাজের নিয়মনীতি না মেনে জোরপূর্বক ভাবে এলাকার নেতাদেরকে সাথে নিয়ে ভেকুর পরিবর্তে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতেছে। গোছামারা গ্রামের কৃষক তুহিন মিয়া বলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মিয়ার নেতৃত্বে তার কৃষি জমিকেও খালে রুপান্তরিত করা হয়।
এছাড়াও আরো অনেকে অভিযোগ করেন গোছামারা গ্রামের মেম্বার আল-আমিন ও আওয়ামীলীগের নেতা ফিরোজ মিয়া,বাবুল চেয়ারম্যান, আহমদ মিয়া,হাজী খোরশেদ আলম,লিয়াকত মিয়া এবং বিএনপির নেতা ফরিদ মিয়া ও মতিউর রহমান সহ তারা অনেকে ঠিকাদারের সাথে যোগাযোগ করে খাল-খননের নামে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করতেছে কোটি-কোটি টাকা।
উক্ত প্রতিবাদ সভায় সাবেক চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ বলেন ঠিকাদার টেন্ডারের নিয়মনীতি না মেনে ভেকুর পরিবর্তে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে সাধারণ কৃষকের চাষাবাদ জমি সহ খালে রূপান্তরিত করা হচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন ডক্তার ফারুক আহমেদ দুলাল, শাজাহান মেম্বার,আব্দুল আজিজ মাস্টার সহ আরো অনেকে।