Thursday, December 7, 2023
Homepoliticsজোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল- এইচ, এম বদিউজ্জামান...

জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল- এইচ, এম বদিউজ্জামান সোহাগ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ, এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল। আর আওয়ামীলীগ সরকার মোংলা বন্দরকে গতিশীল করেছে। সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশে সোহাগ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বি অনুষ্ঠিত সমাবেশে সোহাগ জামায়াত বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মনে মনে নিজেদের ইসলামের ধারক বাহক মনে করেন আর দেশে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী রিসার্স সেন্টার করেছেন জননেত্রী শেখ হসিনা।

আজ পদ্মা সেতুর যে সুফল আপনারা ভোগ করছেন তা আওয়ামীলীগের অবদান। বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments