বায়েজিদ বাপ্পি, বিশেষ প্রতিনিধি//
বাকেরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছে ১১৩ নং ভরপাশা রুহিতার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম রুলিয়া।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৩ এ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার বিকেল ৪ টায় তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক( মহিলা) নির্বাচিত করেছেন।
তিনি ২০১০ সাল হতে অদ্যবধি পর্যন্ত, ১১৩ নং,ভরপাশা রুহিতার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। অত্র বিদ্যালয়ে অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। ২৮ বৎসর শিক্ষা জীবনে শিক্ষকতার পাশা পাশি সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন তিনি। তিনি রুহিতার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই স্কুলটির দৃশ্য পাল্টে গেছে শিক্ষার মান উন্নয়নসহ স্কুলের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটেছে ব্যপক।
উল্লেখ্য তিনি এই স্কুলে যোগদান করার পর থেকে স্কুলটি বিভিন্ন সরকারি দিবসে প্রতিযোগীতায় অংশগ্রহন করে পুরুস্কার নিয়ে এসেছে।