সুদেব চন্দ্র দাস,গাজীপুর প্রতিনিধিঃ আজিজ সরাকার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের কলাপাটুয়া সরকার পাড়া এলাকার বাসিন্দা। সে জন্মগতভাবে শারিরীক ও বুন্ধিপ্রতিবন্ধি আকারে ব্রাক্ষন প্রকৃতির ।
৬ ভাই বোনের সংসারে সে সবার ছোট।দোলান বাজার কেন্দ্রিক যারা মোটরসাইকেল ,প্রাইভেট কার,মাইক্রোবাস নিয়ে আসা যাওয়া করেন তাদের কাছে পরিচিত সে আজিজ নামে।রোদ-বৃষ্টি-ঝড় তার নিত্য দিনের সঙ্গী। বাসযোগ্য ঘরের অভাবে আজিজ সরকার স্ত্রী নিয়ে কখনও অঝর বৃষ্টিকে আলিঙ্গন করে, কখনও প্রচণ্ড রোদ, কখনওবা প্রচণ্ড ঝড়।
অসহায় আজিজ সরকারের পাশে ছিল না কোনও মানুষ, পারিপার্শ্বিক পরিবেশ ও প্রতিবেশ। পরম করুণাময়ের কাছে সঁপে দেয়া তার জীবন। অর্থনৈতিক সংকট ও জীবন-যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটায় আজিজ সরকার ও তার স্ত্রী ।
এবার সেই আজিজ সরকার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে কালীগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এম.পি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেন ।
২টি কক্ষের একটি পাকা বাড়ি নির্মাণ করে দিয়ে আজিজ ও তার পরিবারের কষ্ট লাঘবে সহায়ক হয়েছে উপজেলা যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেন । পাকা ঘর পেয়ে আজিজ আবেগ আর উচ্ছ্বাস নিয়ে বলেন, “মেহের আফরোজ চুমকি আপার পক্ষে যুবলীগের সভাপতি আলমগীর ভাই আমার পাশে দাঁড়িয়েছে।
নতুন বাড়ির চাবি পেয়ে আমি খুবই খুশি; এখন আর আমাকে বৃষ্টিতে ভিজতে হবে না, রোদে পুড়তে হবে না।আমি ধন্যবাদ জানাই মেহের আফরোজ চুমকি আপা ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর ভাইকে ভাইকে।
উদ্ধোধনি বক্তব্যে গাজীপুর-৫ আসনের মাননীয় সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন আজিজের ঘরটি আমাদের যুবলীগের সভাপতি আলমগীর নির্মান করে দিয়েছে।তার মত যদি দেশের সকল নেতারা গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে। আমি দোয়া করি ভবিষ্যতেও যাতে আলমগীর আপনাদের পাশে থেকে এভাবে জনকল্যাণে কাজ করে যেতে পারে।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেন বলেন আমার কোন প্রশাসনিক ক্ষমতা নেই অতীতে অনেকেই চেয়ারম্যান হয়েছে বা বর্তমান চেয়ারম্যান আছে। ইচ্ছে থাকলে আজিজ সরকারকে সরকারিভাবে একটি ঘর নির্মাণ করে দিতে পারতো কিন্তু কেউ দেয়নি।
আমি আমার রাজনৈতিক অভিভাবক কালিগঞ্জের শান্তি কন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আপার নির্দেশে ও সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী আজিজ সরকারের এই গড়টি নির্মাণ করে দেই। আমার এত টাকা পয়সা নেই কিন্তু আমি রাজনীতি করি জনগনের কল্যানে।আমি যুবলীগের একজন নেতা হিসেবে আমার দায়িত্ব থেকে আমি প্রতিবন্ধী আজিজ সরকারে ঘরটি নির্মান করে দিয়েছি।