রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

0
161
Abul Hashem রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
Abul Hashem রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় এই কর্ণার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন। কর্ণার উদ্বোধন উপলক্ষে আলোচনায় মুখ্য আলোচক ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ। কর্ণার উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মানুষ হিসেবে বঙ্গবন্ধু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।তাঁর সম্পর্কে জানতে হলে, তাঁর চিন্তা চেতনা বুঝতে হলে সে বিষয়ে গভীর পড়াশোনা প্রয়োজন।

এই বঙ্গবন্ধু কর্ণারে যেসব বইপত্র আছে সেগুলির মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও তাঁর চিন্তা-ধারা সম্পর্কে জানতে পারবে বলে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here