বায়েজিদ বাপ্পি // বরিশালের বাকেরগঞ্জে ৪ নং দুধল ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ আগষ্ট) রাত ৮ টায় উপজেলার দুধল ইউনিয়নের মডেল স্কুলে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুধল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে আওয়ামীলীগ বাকেরগঞ্জে শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু।
এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আজীবন সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রফুজ্জামান খোকন, চরাদী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মী ।
অনুষ্ঠানে ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।