বাকেরগঞ্জৈর পাদ্রীশিবপুর ইউনিয়নে ভুক্তভোগী সালাম মোল্লার স্ত্রী বেবী বেগম রবিবার দুপুরে স্থানীয় বাংলা বাজারে এক সংবাদ সম্মেলনে লিখিত ও ভিডিও বক্তেব্যে জানায়, সালাম মোল্লার স্ত্রী বেবী বেগমে এর কাছ থেকে প্রতিবন্ধী কার্ডের জন্য ১৫শত টাকা নিয়েছে। এছাড়াও রুহুল আমিন সিকদারের স্ত্রী সাহিনুর বেগম এর কাছ থেকে, ভিজিডি কার্ডের জন্য ৩১শত ৫০ টাকা ও মশিউর হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগমের কাছ থেকে, ভিজিডি কার্ডের জন্য ৩ হাজার টাকা প্রতিবেশী কিরন বালার মাধ্যমে সুমন হাওলাদারকে দিয়েছি ।
এ বিষয়ে পাদ্রীশিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু ও তার ছোট ভাই সুমন হাওলাদার সহ কিরন মালা তিনজনের বিরুদ্ধে অসচ্ছল প্রতিবন্ধীদের ও ভিজিডি ভাতার কার্ড করে দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেয়ায় বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীরা আরো জানায়, লিখিত অভিযোগ দায়েরের আজ ৪ দিন পেরিয়ে গেলেও বাকেরগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ করেনি।বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মস্তফা বাদীপক্ষকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে বলেন বিষয়টা আমরা উভয় পক্ষ থেকে সমাধান করে দেব।
সালাম মোল্লার স্ত্রী বেবী বেগম বলেন, বাকেরগঞ্জ থানা পুলিশ এখনো মামলা নিচ্ছে না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাই। অভিযুক্ত সেন্টু ও তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।