রোমান্টিক কমেডি ফিল্ম ‘ড্রিম গার্ল’ 2019 সালের সেপ্টেম্বরে মুক্তি পায়। ছবিতে করম ওরফে কল সেন্টার গার্ল পূজার ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। নায়িকা হিসেবে দেখা গেছে নুসরাত ভারুচাকে। ছবির গল্পে নায়ক করম ওরফে ড্রিম গার্ল পূজা একজন কল সেন্টার কর্মীর নারী কণ্ঠে কথা বলে সবাইকে ভালোবেসে ফেলেন। দীর্ঘ চার বছর পর ২৫ আগস্ট রুপালি পর্দায় ফিরছে ‘ড্রিম গার্ল’। ‘ড্রিম গার্ল ২’ রোমান্স, কমেডি এবং নাচ-গানে ভরপুর হতে চলেছে, যার ঝলক পাওয়া গেছে ট্রেলারে। ছবিতে নায়িকা হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে।
আয়ুষ্মানের ছবি গত দুই-তিন বছরে বক্স অফিসে হিট করেনি। তাই বড় সুপারহিট খুঁজছেন ভিকি ডোনার তারকা। সম্ভবত ‘ড্রিম গার্ল 2’ হতে চলেছে আয়ুষ্মানের কামব্যাক ফিল্ম। ‘ড্রিম গার্ল’-এর অতুলনীয় সাফল্যের পর আয়ুষ্মান খুরানা নিয়ে আসছেন ‘ড্রিম গার্ল 2’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, শাহরুখ খান ছবিটির অনেক প্রশংসা করেছেন। তিনি বলেন, এর ট্রেলারটি ‘খুব মজার’।
অনন্যা শাহরুখ কন্যা সুহানার ভালো বন্ধু। আর সেই বন্ধুর বাবা ও কিং খান তার আসন্ন ছবির প্রশংসা করলেন! ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। অনন্যা এক সাক্ষাৎকারে বলেন, ‘তিনি আমাকে তিন-চার দিন আগে বলেছিলেন যে ছবিটির ট্রেলার তাঁর খুব পছন্দ হয়েছে। এটা অনেক মজা হয়েছে. ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। তাঁর মতো একজন কিংবদন্তির কাছ থেকে এই ভালবাসা পাওয়ার অর্থ হল ছবিটি সত্যিই ভাল হতে চলেছে।”
সেদিন সাক্ষাৎকারে আরও অনেক খুঁটিনাটি প্রকাশ করেন অনন্যা। শাহরুখ খানকে ছোট থেকেই চিনতেন। অভিনেত্রী বলেন, প্রথমবার তাকে পর্দায় দেখার পর কিং খান তাকে একটি বার্তা পাঠান। অভিনেত্রীর মতে, যখন তিনি আমাকে প্রথমবার বড় পর্দায় দেখেছিলেন তখন তিনি আমাকে একটি বিশাল বার্তা পাঠিয়েছিলেন। আমি আজও সেই বার্তাটি যত্ন সহকারে রাখি।
বলিউডে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তার হাতে একের পর এক ছবি। এবার ‘ড্রিম গার্ল 2’-এর পালা। পর্দায় আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা পান্ডে। এই জুটির লুক রীতিমতো ভাইরাল হয়ে গেল।
ছবির কাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অনন্যা পান্ডে বলেন, প্রথম পর্বই তার মনকে উড়িয়ে দিয়েছে। তখনও তিনি জানতেন না এই ছবির দ্বিতীয় অংশে জায়গা করে নেবেন তিনি। তবে তার সঙ্গে অভিনেতার বয়সের পার্থক্য ১৪ বছর। যা নিয়ে ইতিমধ্যেই চলছে পুরোদমে অনুশীলন। তবে অভিনেতা-অভিনেত্রীদের বয়সের ব্যবধান মোটেও নতুন কিছু নয়।
এ প্রসঙ্গে অনন্যা বলেন, আপাতত এটা কোনো সমস্যা বলে মনে করি না। বয়সের ব্যবধান সবসময়ই ছিল। দর্শকরা ছবি দেখতে এলে বয়সের কথা ভাবেন না। অক্ষয় কুমার, সালমান খানের ছবিতেও এমন অনেক অভিনেত্রীকে দেখা গেছে যারা নায়কের বয়সের অর্ধেক। তবে, অনন্যা পান্ডে আয়ুষ্মান খুরানার পাশের জায়গার বাইরে তাকাচ্ছেন না।
ট্রেলারে দেখা যাচ্ছে, তারা বেশ সামঞ্জস্যপূর্ণ। অনেকেই মনে করছেন, ছবিটি অনন্যার ক্যারিয়ারকে চাঙ্গা করতে পারে।