বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন মাদকসেবীকে ৬শত টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মালা বেগম (৩০) কে ছয় মাস এবং শাওন হাওলাদার (৩৫) ও মো. ইব্রাহিম (৬০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে, সকালে বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।