আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃনমুলে নেতা কর্মীদের চাওয়া লোকমান হোসেন ডাকুয়া। বাকেরগঞ্জ 

0
2313

এস এম পলাশ।। বরিশাল ০৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাকেরগঞ্জে আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন। কে হবেন নৌকা প্রীতিকের মনোনীত প্রার্থী? ১৯৯৬ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মাসুদ রেজা নওর্বাচিত হওয়ার পরে এই আসনে আর কোনো আলীগ প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। পরবর্তীতে দলীয় শরীক হিসেবে বাকেরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রতনা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

বিগত বছরে আলীগ দলীয় এমপি না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে অনেকটা গাছাড়া ভাব চলে এসেছে।

কেউ কেউ অভিযোগ করছে দল ক্ষমতায় থাকলেও দলীয় এমপি নাহওয়ায় কর্মীরা অভিভাবক হীন হয়ে পরছে।
এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই আশার প্রদীপ জ্বেলেছে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে নিয়ে।

 

অপরদিকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে অরো হাফ ডজন কেন্দ্রীয় নেতা। তবে সাধারণ ভোটার ও নেতা কর্মীরা মনে করেন লোকমান হোসেন ডাকুয়া তৃনমুলে তুমুল জনপ্রিয় এবং সাংগঠনিক ভাবে ১৪ টি ইউনিয়নে আওয়ামিলীগকে সু সংগঠিত করে রেখেছে। এছাড়াও তিনি বিপুল ভোটে তিন বারের নির্বাচিত পৌর মেয়র।

৮০ দশকে ছাত্র রাজনীতির সাথে ঘরসংসারী তরুন লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জে জনপদে আন্দোলন সংগ্রামে এক লাড়াকু সৈনিক। ৪ দশকে দলীয় হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে মুজিব আদর্শ থেকে পথ হারায়নি।

এবিষয়ে লোকমান হোসেন ডাকুয়া জানায়, মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে আমি তার সাথেই নির্বাচনে মাঠে থাকব, দক্ষিণ বাংলার আওয়ামী রাজনীতির পথ প্রদর্শক আবুল হাসনাত আবদুল্লাহর দিক নির্দেশনায় পথ চলছি। দল যদি মনে করে আমাকে মনোনয়ন দিবে, তাহলে আমি এই আসনে জনগনের ভোটে নৌকায় বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।

কপিরাইট নিষেধ sm palash by bdnewspost 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here