আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
আপনারা অবগত আছেন যে, র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহী বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে।
সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলা নং- ২২/৪৬১, তাং- ০৮/০৮/২০২৩ খ্রিঃ। ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০( সং/০৩) এর- ৭/৩০ মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ আশিক(২২), ২। মোঃ আলমগীর হোসেন (২৫), উভয় পিতা- মৃত আঃ কুদ্দুস, ৩।
মোঃ সামছুল(৫০), পিতা- আখের আলী, সর্ব সাং-পাকুরিয়া (বেল্লালের মোড়), থানা-বাঘা, জেলা-রাজশাহী গনদেরকে ইং-২১/০৮/২০২৩ তারিখ সময়-১৬.৪০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার করে। উক্ত সময় তাহাদেরকে অত্র মামলার ভিকটিম মোছাঃ জান্নাতুন ফেরদৌস মুন্নি(১৪) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলে তাহারা জানান যে, ভিকটিম মোছাঃ জান্নাতুন ফেরদৌস মুন্নি(১৪) বর্তমানে নাটোর জেলার লালপুর থানাধীন বোয়ালিয়া পাড়া এলাকায় অবস্থান করিতেছে।
পরবর্তীতে সদর কোম্পানীর, র্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল উক্ত আসামীসহ ইং- ২১/০৮/২০২৩ তারিখ সময়-১৭.২০ ঘটিকায় ভিকটিম মোছাঃ জান্নাতুন ফেরদৌস মুন্নি(১৪), পিতা- মোঃ ময়েন উদ্দীন, সাং- গুলশান মোড়, থানা+জেলা- জয়পুরহাটকে উক্ত স্থান হইতে উদ্ধার করে। আসামীগনকে উক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে জানা যায় যে, ১নং আসামী মোঃ আশিক(২২), অপর আসামী ২। মোঃ আলমগীর হোসেন(২৫) ৩।
মোঃ সামছুল(৫০) দ্বয়ের সহযোগীতায় ভিকটিম মোছাঃ জান্নাতুন ফেরদৌস মুন্নি(১৪) অপহরণ করিয়া আত্বগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উক্ত আসামীগন ভিকটিমকে অপহরণের কথা স্বীকার করে।গ্রেফতারকৃত উক্ত আসামী গনের বিরুদ্ধে এবং ভিকটিমকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানা, জয়পুরহাট এ হস্তান্তর করা হয়েছে।