বাকেরগঞ্জ প্রতিনিধি//
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে নান্না কাজীর পৈত্রিক সম্পত্তি জোড় করে ভোগ দখল করে আসছে তারই চাচাতো ভাই মালেক কাজীর ছেলে মন্ঠু কাজী গংরা।
জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় পরিবারটি। সোমবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমনি অভিযোগ করেন অসহায় পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মকবুল হোসেন কাজীর ছেলে নান্না কাজী।
তিনি জানান, ডিঙ্গারহাট মৌজায় জেএল নং ৪০, এ এসএ খতিয়ান ২৪৪,৩১,২৯৩ তে মোট ১৫ টি দাগে আমার ৪৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি দীর্ঘ দিন ধরে আমার চাচাত ভাই মন্ঠু কাজী গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কাইউম খানের এর একান্ত সহযোগিতায় জোড় পূর্বক ভোগ দখল করে আসছে।
বিভিন্ন সময়ে আমি জমির কথা বললে আমার চাচাত ভাই মন্ঠু কাজী আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপরে আমি আমার এলকার চেয়ারম্যান কাইউম খানের এর কাছে বিচার দিলে সে আমাকে জমি বুঝিয়ে দিবে বলে আশস্থ করে, এলকার গন্যমান্য শালিশদার দের নিয়ে গত ১১/১০/২২ ইং তারিখে মিমাংসার জন্য বসে আমার কাগজ পত্র দেখে হিসাব করে ৪৫ শতাংশ জমি পাবো বলে একটা কাগজে লিখে দেয়।পরে শুকনা মৌসুম আসলে আমার জায়গা বুঝিয়ে দিবে বলে চেয়ারম্যান কাইউম খান অপেক্ষা করতে বলে কিন্তু নিদিষ্ট সময়ে চেয়ারম্যানের কাছে জমি দখল চাইতে গেলে সে আমার সাথে নানান টালবাহানা শুরু করে সময় ক্ষেপণ করে।এমনকি সে আমাকে কিছু টাকার বিনিময়ে জমি মন্ঠু কাজীকে দিয়ে দিতে চাপ প্রয়োগ করে। এমনকি নান্না কাজী আরো জানায়,চেয়ারম্যানের নির্বাচনের সময় আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি বলে চেয়ারম্যান আমার পৈত্রিক সম্পত্তিতে যেতে দিচ্ছে না। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই আমার পৈত্রিক সম্পত্তি যেন ফিরে পেয়ে আমার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারি, নাহলে আমার পরিবারসহ আত্নহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।