বাকেরগঞ্জ সাত বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
317

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বরিশাল জেলার বাকেরগঞ্জে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি হাকিম জোমাদ্দার ( ৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১ আগস্ট) রাত ১১.৩০মিনিটের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

হাকিম জোমাদ্দার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মৃত ইউসুফ আলী জোমাদ্দারের ছেলে।

বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তফা গনমাধ্যকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আমি এ এস আই সোহেল রানা সঙ্গীয়ফোর্স নিয়ে ডাকাত সর্দার হাকিমকে গ্রেপ্তার করি।

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা, অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনে (জাল টাকা)র মালামাল রয়েছে।

বাকেরগঞ্জ থানায় ২০১৩সালে একটি ডাকাতি মামলা হয়।উক্ত মামলায় বিজ্ঞ আদালত হাকিম জোমাদ্দারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ,আজ বুধবার (২রা আগস্ট) সকালে সাজাপ্রাপ্ত আসামি হাকিম জোমাদ্দারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here