এস এম পলাস, বাকেরগঞ্জ//
বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক রেলি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতা কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।
পরে কালো ধারণ করে সকাল দশটায় বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌর কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র লোকমান হোসেন ডাকুয়া। যুগ্ন সম্পাদক অমলচন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জীয়াউর রহমান রিপন। শ্রমীকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম নান্না, সপন দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান যোমাদ্ধার, পৌর কাউন্সিলর আবুল কালাম, সুজন দেবনাথ, কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার, পাদ্রী শিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাচান বাবু, দূর্গাপাশার সাবেক চেয়ারম্যান আবুল বাশার শিকদার।
বক্তারা বলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বিএনপি জামত এর নৈরাজ্যের কঠোর জবাব দিতে আওয়ামিলীগ মাঠে আছে। দেশের উন্নয়ন চলমান রাখতে জনগন আবারো বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করবে।
অপরদিকে স্থানীয় সংঘঠন সম্পর্কে বক্তরা বলেন বাকেরগঞ্জের মাঁটিতে যারা জীবন যৌবন উজার করে গণ মানুষের সুখে দূঃখে পাশে থেকে দলকে সু সংগঠিত রেখেছে তারাই আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকে মনোনয়নের দাবী রাখে। এই উপজেলায় কোনো শীতের পাখি এসে নৌকার প্রার্থী হলে তা জনগণ মেনে নিবেনা। অমলচন্দ্র দাস শিবু বলেন উপজেলা ওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত পৌর মেয়র, বাকেরগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি ১৪ টি ইউনিয়নে দক্ষতার সাথে আাওয়ামীলীগকে সু সংগঠিক রেখেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে নৌকার মনোনয়ন দেয়ার দাবী জানাই।
আলোচনা শেষে কয়েক হাজার নেতাকর্মী শোক র্যালীতে অংশগ্রহণ করেন, র্যালীটি বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়, পরে সেখেনে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।