তারুণ্যদীপ্ত সাংবাদিক, সংবাদ এর পিছনে যার অবিরাম ছুটে চলা, নেশা,পেশা যার সাংবাদিকতা।
সেই ৩৩ বছরের তরুন বায়জীদ বাপ্পী!
আনন্দ টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি বায়জীদ বাপ্পী এর আজ শুভ জন্মদিন।
বায়জীদ বাপ্পী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের সন্তান। পিতা ইয়াকুব আলী সিকদার ছিলেন এলজিইডি ইঞ্জিনিয়ার।
বায়জীদ বাপ্পী বোয়ালিয়া জে এম হাই স্কুল থেকে এস এস সি, বরিশাল সরকারি হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি, এবং বরিশাল বি এম কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স শেষ করেন।
বায়জীদ বাপ্পীর ২০০৮ সালে বাবা মারা যাওয়ার পরে একটু বেগ পেতে হয়। তখন নিজের লেখাপড়া এবং বউ এর লেখাপড়া চালিয়ে যেতে হিমশিম খেতে হয়। তখন মোবাইলের দোকান ছিলো আর পড়াশুনা করতেন তিনি। তবুও লেখাপড়া ছাড়েননি বায়জীদ বাপ্পী।
ছোট বেলা থেকেই নতুন কিছু করার চিন্তা ছিলো। গান কবিতা ক্রিকেট ফুটবল এসব দিকে বেশি মনোযোগ ছিলো তার।৷
যতটুক লেখাপড়া করেছেন তাতে ভালো চাকুরী করার সুযোগ থাকা স্বত্তেও
সমাজের মানুষের জন্য কিছু করার জন্য ই মূলত এই পেশায় আসেন তিনি।
কারণ তিনি মনে করেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ আছে।
সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে ব্যবসা এবং ঠিকাদারি করেন তিনি।
২০০৯ সাল থেকে সাংবাদিকতায় পেশায় পথ চলা। বাকেরগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং বর্তমানে বাকেরগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত আছেন । ছোট বেলা থেকেই গান এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।এছাড়াও বর্তমান বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা ও আনন্দ টিভির বাকেরগঞ্জের উপজেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। বাকেরগঞ্জ উপজেলার যেখানে সংবাদ, সেখানেই বায়জীদ বাপ্পী।
উল্লেখ্য তার নিজের গাওয়া বরিশালের নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে নিয়ে একটি গান গেয়ে ব্যাপক সুনাম কুরিয়েছেন তিনি।
নিজের জন্মদিনে সাংবাদিক বায়েজিদ প্রাপ্তি সকলের কাছে দোয়া কামনা করেছেন ‘
সাংবাদিকদের একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তারুণ্যদীপ্ত সংবাদকর্মি বায়জীদ বাপ্পী এর শুভ জন্মদিনে, নিরন্তর শুভকামনা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।