Wednesday, November 29, 2023
Homeসারাদেশবাকেরগঞ্জে ১০১পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাকেরগঞ্জে ১০১পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাকেরগঞ্জ (প্রতিনিধি) বরিশাল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১০১ পিচ ট্যাবলেট সহ মাদক বিক্রেতা আরিফ হাওলাদার (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার সাথে থাকা অপর আসামি মাদক মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল হাওলাদার পালিয়েছেন। শুক্রবার (২৩ জুন ) রাত সাড়ে ৮ দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন, সরকারি কলেজের ছাত্রাবাসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফ হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মৃত আলমগীর হাওলাদারের ছেলে ও তার সাথে থাকা পালাতক আসামি সাইফুল রাঢ়ি এক‌ই ইউনিয়নের খেজুরা ভরপাশা গ্রামের মৃত মোস্তফা রাঢ়ির ছেলে। বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তফা গনমাধ্যমকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি জন্য আসছে জানতে পেরে।

বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজ ছাত্রাবাসের সামনে অভিযান চালিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আরিফ হাওলাদার কে গ্রেপ্তার করি। তার সাথে থাকা অপর আসামি সাইফুল আমাদের থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আরিফ হাওলাদারের শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments