Wednesday, November 29, 2023
Homeসারাদেশমোরেলগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে ফালগুনি পরিবহন খাদে, আহত ১৫

মোরেলগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে ফালগুনি পরিবহন খাদে, আহত ১৫

বাগেরহাটের মোড়েলগঞ্জের নব্বইরশি বাসষ্টান্ডের টাউন স্কুল সংলগ্ন সাইনবোর্ড টু শরণখোলা আঞ্চলিক মহা সড়কে দূর্ঘটনা কবলিত হয়ে ফালগুনি পরিবহন খুলনা মেট্রো-ব-১১-০০৮৯ নম্বর বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে খাদের পড়ে যায়।

শুক্রবার বিকাল ৪ টার দিকে শরণখোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনি পরিবহন যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে মূখোমূখী সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

ভ্যান চালক মোহাম্মদ ফজলু গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধর করে স্থানীয় একটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ভ্যান চালক মোহাম্মদ ফজলুর রহমানের এ দূর্ঘটনায় একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত লাগে। আহত ভ্যান চালক খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের বাসিন্দা। পরিবহনের অপর আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments