বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঢাকামোড় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় সমাবেত হয়। আলোচনা সভায় উপজেলা আ’লীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবিরের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রুহুল আমিন সরদার, জেলা পরিষদের সদস্য মোজাহার আলী মন্ডল সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুধীজন, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।