গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান, মাদকবিরোধী কার্যক্রমে আবারও সাফল্য
কুমিল্লায় র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শান্ত ইসলাম (৩২), পিতা মৃত নাছির মল্লিক, গ্রাম গোলমাইজ, থানা নড়িয়া, জেলা শরিয়তপুর এবং খোকন মিয়া (৪৫), পিতা মৃত আশরাফ মিয়া, গ্রাম শরিফপুর, থানা কোতোয়ালী মডেল, জেলা কুমিল্লা।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।