দাঁড়ার খাল উন্মুক্ত না থাকলে ৫০ হাজার বিঘা জমি জলাবদ্ধতার ঝুঁকিতে — দাবি কৃষকদের
আশাশুনির কুল্যার দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
দীর্ঘ সময়ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দাঁড়ার খাল প্রায় ২১.৩৫ একর জমি নিয়ে একটি প্রবাহমান খাল, যা মাদারবাড়িয়া, আইতলা, মহাজনপুর ও গুনাকরকাটি এলাকার প্রায় ৪০-৫০ হাজার বিঘা দুই ফসলি জমির একমাত্র পানি নিষ্কাশন পথ।
বক্তাগণ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি কিছু প্রভাবশালী মহল ইজারা নিয়ে বাঁধ ও নেটপাটা স্থাপন করে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে। ফলে গত বছর ওই এলাকার জমিতে ধান চাষ ব্যাহত হয় এবং কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলাকাবাসী স্বতঃপ্রণোদিতভাবে খালের বাঁধ ও নেটপাটা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করেন। এর ফলে চলতি মৌসুমে কৃষকরা ব্যাপকভাবে ধান চাষে সফল হয়েছেন এবং ক্ষেতজুড়ে সবুজ ধানের শস্যদৃশ্য ফিরে এসেছে।
তবে অভিযোগ রয়েছে, ইজারাকৃত গোষ্ঠী আবারও খাল দখলের পাঁয়তারা করছে এবং খালের পানি প্রবাহ বন্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউএনও উভয় পক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন।
বক্তারা বলেন, “আমরা চাই খালটি সকলের জন্য উন্মুক্ত রাখা হোক, যাতে হাজার হাজার কৃষক তাদের জমিতে সহজে ফসল ফলাতে পারে।”
তারা জেলা প্রশাসক ও ইউএনও’র হস্তক্ষেপ কামনা করে বলেন, দাঁড়ার খাল উন্মুক্ত রাখলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি আশাশুনির কয়েকটি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।