চট্টগ্রামের পটিয়ায় উদ্ধার হওয়া বিশাল অজগর সাপটি এখন বন বিভাগের নিরাপদ হেফাজতে
পটিয়ায় ধরা পড়া বিশাল অজগর সাপ এখন বন বিভাগের হেফাজতে

- আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা সদর এলাকায় দেখা পাওয়া বিরাট অজগর সাপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া সরকারি কলেজের পূর্ব গেটের বটগাছে বিশাল এক অজগর সাপ দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত ১৮ সেপ্টেম্বর এক পথচারীর চোখে পড়ে বটগাছে থাকা অজগর সাপটি। মুহূর্তেই স্থানীয়রা জড়ো হয়ে যায়, আর মহাসড়কে তৈরি হয় যানজট। ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম দুই দিন অভিযান চালিয়েও সাপটি ধরতে ব্যর্থ হয়। এরপর অভিযান স্থগিত ঘোষণা করা হয়।
প্রায় সাত দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় মনসা বাদামতল এলাকার এক সাপুড়ে বাঁশ দিয়ে গুতা মেরে সাপটিকে নিচে নামিয়ে আনে। মুহূর্তেই আবারও জনতার ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই সাপটি বাসায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখে ওই সাপুড়ে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগ সাপুড়ের বাসা থেকে সাপটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সাপটি পটিয়া বন রেঞ্জ অফিসে সংরক্ষিত রয়েছে।
বন রেঞ্জ কর্মকর্তা জানান, “আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এখনো সিদ্ধান্ত দেননি যে, সাপটি বনাঞ্চলে অবমুক্ত করা হবে নাকি সাফারি পার্ক বা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।”
স্থানীয়রা আশা করছেন, এই বিশাল অজগর সাপটি নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে যাতে এটি প্রকৃতিতে বেঁচে থাকতে পারে।