মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতাকর্মীদের
শ্রীপুরে পৌর বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্থানীয় নেতা নঈম উদ্দিন ফকিরসহ তার সহযোগী নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সদস্যরা।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর বিএনপি নেতা নঈম উদ্দিন ফকির বলেন, “আমি দীর্ঘদিন ধরে মামলা, হামলা, জেল-জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আওয়ামী শাসনামলে আমি শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি একই ওয়ার্ডের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছি।”
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা আমাকে বিএনপির পদ থেকে বঞ্চিত করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার ও আমার সহযোগীদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমরা আইনগতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।”
নঈম উদ্দিন ফকির শেষ বক্তব্যে বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পথে আছি, রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচারের মাধ্যমে কেউ আমাদের মনোবল ভাঙতে পারবে না।”