বৃষ্টিতে ভেসে যাচ্ছে নতুন নির্মিত ইট সলিং রাস্তা, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা
হরিরামপুরে বাহিরচর মধ্যপাড়া নতুন মসজিদ সংলগ্ন ইট সলিং রাস্তায় বেহাল দশা, কর্তৃপক্ষের নেই উদ্যোগ

- আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর মধ্যপাড়া নতুন মসজিদ সংলগ্ন ইট সলিং (এডিপি প্রকল্পভুক্ত) রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সরাসরি গিয়ে দেখা যায়, প্রায় ২০০ ফুট নতুন নির্মিত রাস্তাটির বিভিন্ন স্থানে ইট ধ্বসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বালু ধুয়ে যাচ্ছে এবং বাধাই করা ইট উঠে যাচ্ছে। ফলে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি নির্মাণের সময় প্রয়োজনের তুলনায় বালু কম দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা কাজের সময় কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম বালু ঠিকমতো দেওয়া হচ্ছে না, কিন্তু তারা কর্ণপাত করেনি।”
মাত্র এক মাস আগেই নতুন করে নির্মিত রাস্তাটি বর্তমানে ভয়াবহ অবস্থায় রয়েছে। প্রকল্পের এডিপি বরাদ্দ ছিল ৫ লক্ষ টাকা। কিন্তু এত অল্প সময়েই রাস্তার এই বেহাল দশা স্থানীয়দের মনে প্রশ্ন তুলেছে — বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না।
এলাকার সচেতন মহলের দাবি, “দুর্নীতি ও অনিয়ম বন্ধে দ্রুত স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। নয়তো সরকারি অর্থ অপচয় হবে এবং প্রকৃত উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।