ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে স্থানীয় ছাত্র-জনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালের উপর। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, অচল আলট্রাসনোগ্রাম মেশিন, প্যাথলজিক্যাল টেস্টের সীমাবদ্ধতা, পর্যাপ্ত ওষুধ সংকট এবং ডিজিটাল এক্সরে না থাকা—সব মিলিয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে হাসপাতালটি।
আন্দোলনকারীরা স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ব্যানারে ১০ দফা দাবি পেশ করেছেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১️⃣ শূন্যপদে এমবিবিএস চিকিৎসক নিয়োগ,
২️⃣ বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করে সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন করা,
৩️⃣ অচল আলট্রাসনোগ্রাম মেশিন সচল করা,
৪️⃣ নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ,
৫️⃣ প্যাথলজিক্যাল টেস্ট ও রক্ত পরিসঞ্চালন চালু করা,
৬️⃣ বিকল্প বিদ্যুৎ ও সোলার সিস্টেম স্থাপন,
৭️⃣ পানির ফিল্টার সচল করা,
৮️⃣ সরকারি ঔষধ সরবরাহ নিশ্চিত করা,
৯️⃣ নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা এবং
বরিশালে অপ্রয়োজনীয় রোগী রেফার বন্ধ করে হয়রানি বন্ধ করা।
স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের স্থানীয় নেতা মো. বালী তাইফুর রহমান তূর্য জানান, “যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া যাবে, ততদিন এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করেন, সরকারের দ্রুত পদক্ষেপ ও সঠিক তদারকি হলে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com