পুলিশের তদন্ত চলছে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
পটিয়ায় ২ দিনে ৪ চুরির ঘটনা: স্বর্ণ, নগদ অর্থ ও দলিলসহ উধাও লাখ টাকার মালামাল

- আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে সংঘটিত হয়েছে এক প্রতারণা ও তিনটি দূর্ধর্ষ চুরির ঘটনা। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রথম ঘটনাটি ঘটে ৫ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। দেবদুলাল ভট্টাচার্যের স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী (৪৫) পটিয়া সদরের ছবুর রোডে কাপড় কিনতে আসেন। পটিয়া থানার মোড়ে পৌঁছালে এক ব্যক্তি তাকে জানায়, বিনামূল্যে কিছু উপহার দেওয়া হবে—এজন্য পোস্ট অফিস মোড়ে যেতে হবে। তিনি বিশ্বাস করে ওই ব্যক্তির সঙ্গে গেলে, একটি অফিসে বসিয়ে স্বর্ণালংকার ও টাকা ব্যাগে রাখতে বলেন। কিছুক্ষণের মধ্যেই প্রতারক তার ব্যাগসহ উধাও হয়ে যায়। ব্যাগে ছিল প্রায় ১ ভরি স্বর্ণ ও ৪৪০০ টাকা।
একইদিন ভোরে, কক্সবাজার থেকে ফেরা সেকান্দর বাড়িতে ঢুকে দেখতে পান, কেউ ঘরে ঢুকে গ্যাস ওয়েল্ডিং দিয়ে দরজা ভেঙে দিয়েছে। চোরেরা ঘর থেকে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ৯ হাজার টাকা, দামি শাড়ি ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে পটিয়া পৌরসভার ৫নং সাবজর পাড়া এলাকায়।
এছাড়া, গত বৃহস্পতিবার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রবাসী আকবর সাগরের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পারিবারিক অনুষ্ঠানে থাকার সুযোগে চোরেরা পিছনের দরজা ভেঙে ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায়।
অন্যদিকে, জঙ্গলখাইন ইউনিয়নের কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানকা শরীফেও চুরি সংঘটিত হয়। রাতের আঁধারে তালা ভেঙে সৌরলাইটের ব্যাটারি, দুটি দানবাক্স ও নগদ ২ হাজার ৮শ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে নামাজের সময় মসজিদের ইমাম মো. ওসমান বিষয়টি দেখে স্থানীয় প্যানেল চেয়ারম্যান বখতিয়ারকে জানান।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, “সবগুলো ঘটনার তদন্ত চলছে। পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।”