সিলেট-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া বলেন, “জিয়া পরিবার সবসময় দেশের জনগণের পাশে থেকেছে
দেশের সংকটময় সময়ে জনগণের পাশে বিএনপি, সিলেট-৬ আসনে জিয়ার পরিবারই জনগণের আপনজন: তামিম ইয়াহয়া

- আপডেট সময় : ০৫:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার (সিলেট):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাঁছাটুল গ্রামে দুদু সাহেবের বাড়িতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরকন আহমদ এবং সঞ্চালনা করেন সাহেদ আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ।
বক্তব্যে তামিম ইয়াহয়া আহমদ বলেন,
“১৯৭১ সাল থেকে বিএনপি সবসময় দেশের সংকটময় মূহুর্তে জনগণের পাশে থেকেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করেছেন। জিয়া পরিবারই এ দেশের জনগণের আপনজন।”
তিনি আরও বলেন,
“গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছে। একের পর এক গায়েবি মামলা, নির্যাতন ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। কিন্তু যত নিপীড়ন বেড়েছে, ততই বিএনপি আরও শক্তিশালী হয়েছে, কারণ এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।”
তামিম ইয়াহয়া বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে হয়রানি ও গৃহচ্যুত করা হয়েছিল। তবুও তিনি আজও জনগণের ভালোবাসার প্রতীক। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বেই নতুন সরকার গঠন হবে।”
সভায় উপস্থিত ছিলেন আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া, ফয়সাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সাইফ আহমদ।