লালমাইয়ে রহস্যজনকভাবে এক সন্তানের জননীর মৃত্যু, তদন্তে পুলিশ
কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

- আপডেট সময় : ০৫:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যম জালগাঁও গ্রাম থেকে দ্রুবতী রানী দাস (২৫) নামে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ির ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দ্রুবতী রানী দাস কুমিল্লার দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের নিমাই চন্দ্র দাসের মেয়ে। তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের পিতা নিমাই চন্দ্র দাস জানান, প্রায় আট বছর আগে দ্রুবতীর বিয়ে হয় সমির চন্দ্র দাসের সঙ্গে। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসে তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন।
তিনি আরও জানান, শনিবার রাতে মেয়ের মা ফোনে জানতে পারেন দ্রুবতীকে মারধর করা হচ্ছে। কিছুক্ষণ পর ফোন কেটে যায়। রাত ১০টার দিকে স্থানীয় একজনের মাধ্যমে খবর আসে যে দ্রুবতী ‘স্ট্রোক’ করেছে, পরে আবার বলা হয় সে ‘বিষপান’ করেছে। পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিমাই চন্দ্র দাস বলেন, “আমরা যখন মেয়ের মরদেহ দেখি, তখন তার মুখ ফুলে গিয়েছিল এবং মাথার চুল এলোমেলো ছিল। আমার তিন বছরের নাতনিও জানিয়েছে— বাবা মা’কে মেরেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশের মুখে ফেনা পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় নিহতের স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।