নান্দাইলে দেশ প্রতিদিনের প্রতিনিধি রহমতুল্লাহকে সাংবাদিক সম্মাননা
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে ‘দেশ প্রতিদিন’ সাংবাদিক রহমতুল্লাহকে প্রেস কার্ড পরিয়ে সম্মাননা প্রদান

- আপডেট সময় : ০৫:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবস্থিত নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মো. রহমতুল্লাহ-কে আনুষ্ঠানিকভাবে প্রেস কার্ড পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভুঁইয়া, সহ-সভাপতি মো. মাহবুব আলম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক, মো. নজরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোশারফ কবির, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সাংবাদিক ফরিদ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা নবনিযুক্ত প্রতিনিধি রহমতুল্লাহকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাংবাদিক মো. রহমতুল্লাহ বলেন,
> “আমি নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব ও দেশ প্রতিদিন পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার দোয়া ও সহযোগিতায় সততার সঙ্গে দায়িত্ব পালন করে এই দুই প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখব।”
অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন-এর সৌজন্যে এক নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।