উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হরিরামপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন

- আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ, নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের হরিরামপুরে আজ ০৫ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সকল শিক্ষককে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।