কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২৫
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের জন্য “ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক একটি অনুপ্রেরণামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম উপজেলা সদর মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আজকের এই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মূল উদ্দেশ্য কেবল পেশা নির্বাচন নয়; বরং জীবনের লক্ষ্য নির্ধারণ ও সঠিক দিকনির্দেশনা প্রদান। আমরা চাই, তরুণ প্রজন্ম সমাজে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক।”
তিনি আরও বলেন, “সফল ক্যারিয়ারের মূল চাবিকাঠি হলো পরিশ্রম, সততা ও আল্লাহভীতি। যে ব্যক্তি লক্ষ্য স্থির করে পরিশ্রম করে, তার সফলতা স্থায়ী হয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ।
প্রোগ্রামে ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দোয়া ও নসিহার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com