মৌলভীবাজার প্রতিনিধি | সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে—“আদমপুর ইউনাইটেড কলেজ”। উচ্চশিক্ষার প্রসারে এই উদ্যোগকে ঘিরে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় আদমপুর নৈনারপার বাজারের আলহাজ্ব মহরম আলী কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক ও প্রবাসী পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এ.কে.এম. সালাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব রাহেল মিয়া ও আয়োকপাম অঞ্জু।
সভায় বক্তব্য রাখেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমিদাতা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আব্দুস সালাম, সাদ উদ্দিন ফায়াজ, মেহেদী হাসান জুয়েল প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) সালেহ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবু, প্রতাপ কুমার সিংহ, প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, আহমেদুজ্জামান আলম, নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “কমলগঞ্জের দক্ষিণাঞ্চল বহুদিন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন হলে এ অঞ্চলের মুসলিম, হিন্দু, মণিপুরি ও খাসিয়া সম্প্রদায়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সমান সুযোগ পাবে।”
মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. আহাদ জানান, তাঁর মরহুম পিতার নামে কলেজ স্থাপনের স্বপ্ন থেকেই এ উদ্যোগের সূচনা হয়। পরে স্থানীয় ও প্রবাসী শিক্ষানুরাগীদের অংশগ্রহণে কলেজের নাম পরিবর্তন করে “আদমপুর ইউনাইটেড কলেজ” রাখা হয়, যা ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বক্তারা কলেজের নাম পরিবর্তনে এম.এ. আহাদের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্রুত কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জয়নাল আবেদিন
নিউজ রুমঃ news@bdnewspost.com
কপিরাইট স্বত্ব © bdnewspost.com